জানালা খুলে তাকালেই
সবুজ আলোর বাতি জ্বালা
জোনাকি গুলোর খুনসুটি
তাদের  রাতটা কতই আনন্দময়
আমার কাছে একটা রাত
শুধুই রাত নয়
কেউ না থাকা অনুভূতির
গল্প রচনার দুঃসময়
গল্পের খাতায় প্রতিটা পাতায়
বিবর্ণতায় লেখা হয়
নিকোটিনের ধোয়া হীন
একেকটা রাতের গল্প
রাতের আধারে বুক পকেটে
ক্রন্দন অনেক কথার
এক আকাশ অভিমান নিয়ে
রাত আসে ভোর হয় না
রাত কেন এতো দীর্ঘ আমার??
সুর্য ডুবে গেলেই কেন
অনুভুতিরা বুকে পারা দিয়ে ধরে??
চিরকুটে লিখে উত্তর হাতে নিয়ে
অপেক্ষায় নেই কেউ