কেন এসেছো তুমি এই পৃথীবির বুকে
কাদিয়ে আমায় থাকতে নিজে সুখে??
মেঘের পাহাড় গড়ে দিয়েছো আমাতে
যখন-তখন বৃষ্টি ঝরে তোমার ইচ্ছেতে
এক পলক দেখে তোমায় ভাবিনি এতো কিছু
ভাবনার অভাবে তাই কষ্ট নিয়েছে পিছু
এতো কষ্ট নিরব ব্যথার মহীয়সি ঢেউ
বলব কাকে বুঝেনা তো কেউ
সুখে থাকো তুমি সুখের বাসর গড়
বুঝলেনা একবারও আমার কষ্ট কত বড়
তোমার ওই দুচোখের মায়ায় করেছি যে ভুল
দুঃখের বালুচরে ফুটেনা তো সুখের ফুল
ভালবাসতে গিয়ে কষ্টে ভরেছে ঝুড়ি
কষ্টের পাখা মেলে তাই কষ্টের আকাশে উড়ি
মেনে নিলাম তোমার কাছে ভালবাসার হার
বলবো না আর ভালবাসি তোমাকে বার বার
ফিরব না আর কখনও  তোমার তীরে
জর্জরিত হৃদয়ে ধুকে ধুকে মরব নিজেরই নীড়ে