বয়ে চলেছে মিষ্টি নিঝুম রাত
রাতের সৌন্দর্য্য বাড়িয়ে দিচ্ছে জোনাকি গুলো
পরিবেশটা নীথর শরীরে দাড়িয়ে আছে
থেমে গেছে আমার হৃদয়ের কম্পনও
দিন গড়িয়ে রাত এসেছে অবলিলায়
রাতের অাধারে জাগ্রত হচ্ছে স্বপ্ন গুলো
এক সাথে পাশা-পাশি বসে দেখা হয়নি জোসনা
এমন হাজারো স্বপ্নের অকাল মৃত্যু
আমার রাত গুলো শুধু আধারের
আধারে আধারে জমে গেছে মৌনতার পাহাড়
রাতের আকাশে লক্ষ জোড়া তারার মেলা
চোখ মেলে তাকালেই হাহাকার করে বুক
কেউ নেই আমার পাশে
সবই আলো-আধারের আড়ালে
বাস্তবতার শৃঙ্গলে ভালবাসা তুমি হারিয়ে গেছো ঠিকই
তবুও হৃদয়ের অনুভবে,অনুক্ষনে মায়া বাড়াচ্ছো নিত্যদিনই
রাতের অাধারে তোমার মায়ার টানে
দুফোটা অস্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে অনায়াসে
আমার রাত গুলো বড়ই হৃদয় বিদারক