অভিমানী
রাজন আহমেদ


ভুল কি ছিল
নাকি ভুলের মাত্রা বেশি ছিল
প্রশ্ন জাগে বহু
উত্তর নেই কোথাও
গেলে তো গেলেই
ফিরলে না একটি বারও
অন্তত্য প্রশ্নের উত্তর হাতে নিয়ে


ভুলের সাথে সন্ধি করে
অভিমানের পদ্ম ফুটিয়ে
হারিয়ে গেলে অতৈ অজান্তে
অভিমানের গভিরে ডুবে রইলে
ব্যাথার ঝর্ণায় স্নান করিয়ে


নিজেও জ্বলছো
অন্যকেউ পোড়াচ্ছো
আর কত এভাবে??
প্রতিদান দিয়ে হলেও একটি বার
অভিমান থেকে উঠে এসো এ বুকে
অাগুন জ্বলা এই পোড়া বুকে
একটু ভালবাসার পরশ দিতে


নিষ্ঠুর অভিমান ভুলে ফিরে আসবে
ছুয়ে দিয়ে সব কষ্ট ভুলাবে
যদি এই জিবনে ফিরে না আসো
তবে ফিরে এসো না আমি গত হয়ে গেলে
কখনও এসো না আমার সমাধীতে ফুল দিতে
শুকনো মাটি ভিজিও না চোখের জলে