তুমি নেই যখন ঝুম বৃষ্টি নামে
বৃষ্টিরা খুজে-ফিরে তোমায় চারিদিক
বারান্দায় বসে বৃষ্টি দেখি একাকি আমি
সবই যে স্বার্থহীন,নেই কোন স্বার্থকতা


এক-একটা নতুন পৃথীবি উন্মোচিত হয়
মিলে যায় আবার সব আলো ফুরিয়ে
ভোরের পাখিরা মধুর সুরে আপন মনে গায়
সকালে প্রবাহিত হতে থাকে নির্মল বাতাস
ফুলগুলো ও বিলিয়ে দেয় পাগল করা ঘ্রান


দিন আসে সুর্যের আনমনা হাসিতে
রাত আসে জোনাকির আলো জ্বেলে
তেমনি করে নিস্তব্ধতা ঘিরে ধরে আমাকে
আমি যেন নিশ্বঙ্গতার এক মায়াবী প্রতিক


কত কিছুই না পরিবর্তন হচ্ছে প্রতিটা দিনে
এতো পরিবর্তনের মাঝেও আসোনা তুমি
তুমি আসবে বলে দিক-বেদিক হয় যায় আমি
অন্যরকম এক অস্থিরতা সৃষ্টি হয় আমাতে


আমার স্বত্তার গভিরে ক্রমাগত অবিরত
নিরন্তর বাজতে থাকে শব্দহীন
এক পরম শুন্যতার প্রবল বিলাপ
নেই, নেই.... কোথাও নেই
কোথাও নেই তুমি প্রিয়ভাষীনি