শোনো.......
সব কিছু আবার আগের রুপে ফিরবে
আবার শান্তিপূর্ণ হবে
রোগমুক্ত হবে পুরো পৃথিবী
সব আতংকের বালায় কেটে যাবে
মহামারীও বিদায় নিবে
কোথাও কোন সংকট থাকবে না


সবাই খুজে নেবে আপন জনকে
দিনমজুর কর্মব্যস্ত হয়ে পড়বে
কৃষক লাঙ্গল-জোয়াল কাধে
ফসলের মাঠে ছুটবে
পাসপোর্টের ধুলো ঝেড়ে
প্রবাসী আবারও প্রবাসে ফিরবে
বন্ধু যাবে বন্ধুর বাড়িতে
আড্ডা জমাবে একসাথে
সবার মুখে হাসি ফুটবে
আবারও সবাই
বার্থডে পার্টির আয়োজন করবে


আর শোনো
তুমি একদম মন খারাপ করো না
ওই বকুল গাছটা কিন্তু আগের মতই আছে
তুমিও আসবে বকুল গাছের নিচে
রাতের শেষে কুয়াশা মাখা ভোরে
আমিও আগের মতই
আগে এসে অপেক্ষা করবো
ফুল কুড়াবো একসাথে
ফুলের ডালা আবারও পরিপূর্ণ হবে