মাঝরাতের অন্ধকারে প্রহরি আমি
ঘুমিয়ে আছো তুমি একান্ত হৃদয়ে
আকাশের নীল মুছে যখন আসে রুপালি আলো
তখনই চুপিসারে তুমি এসে স্বপ্ন প্রদীপ জ্বালো
যদি শ্রাবনের ক্ষনে আকাশে কালো মেঘ জমে
অন্যথায় বৃষ্টি নামলে বুঝে নিও
এটা আমার আবেগী অভিমানের কিছু অনুভুতি
যেটা হারানোর পরও বারবার ফিরে আসে


যদি কখনও নিজেকে একা একা লাগে
তখনও বুঝে নিও আমি নিস্বঙ্গ
এলোমেলো ইচ্ছেঘুড়ি ছুটে যায় দুর থেকে অদুরে
মেরি ইচ্ছের ঘুড়িটা শুধু তোমায় ভালবাসে বলে
দুঃখের মাঝেও সুখ এসে ভিড় করে
যখন ভাবনা গুলো তোমায় জড়িয়ে রাখে
আকাশের বুকে ওই তারার মেলায়
তুমি চিরন্তন,মায়াবীনি আমারই