দু’পা ছড়িয়ে শিশুটি বসে আছে ম্লানমুখে
ছলছল চোখে ভুলে গেছে কন্নার সকল ভাষা
         চারদিকে দৃষ্টি ঘুরে শুনশান নিরবতায়!
নিথর বাবার বুকে তার মা থুবরে পরে নিথর হয়েছে
শত ডাকাডাকির পরও কেউ তো কাছে এলো না  
‘করোনা’ সেটা বোঝার বয়স তো নয় তার
ঘুরে ফিরে মা’কে ছুঁয়ে কথা বলানোর শত চেষ্টা!
না জানা অপেক্ষা— হয়তো পুলিশের সহয়তা নয়তো স্বেচ্ছাসেবীর দয়া!