এটাই নিয়তি—
যেদিন ফিরতে চাইবে মন, সেদিন তোমার পথ থাকবে না খোলা
নীরবে নীরবে আড়ালে আড়ালে ঝরাবে অশ্রুর ফোঁটা
অতীত দিনের কথা ভেবে ভেবে অভিমানে বইবে স্মৃতির বিষম বোঝা!
সেদিন তোমার হৃদয়ে সুখ-দুঃখের স্রোত হয়ে বয়ে যাব বহুদূর
ফেলে আসা দিনপঞ্জি ঢেউয়ে ঢেউয়ে ভাঙবে হৃদয় কিনার
সুখ-সুখ, দুঃখ-দুঃখ, যন্ত্রণা-আলো-আঁধার!
এটাই নিয়তি—
নির্ভুল ভুলের ভুলে পৃথিবীর পথ চলা
যা হয় ভাবা— ভাবনার সব সূর্য আলো হয়ে তো জ্বলে না
এটাই নিয়তি জীবনের খেলা!
হাজার কথার যত গোপন খেলা এ জীবনের
মন করে না গোপন— ভালোবাসে তারে কত যে আপন
মৃত্যুর মতো সঙ্গী সে সত্য অঙ্গের মতন!