পাখির গানের মতো সুর করে যতই প্রণাম হোক
বাতাসের বুক চিরে যত আসুক কল্যাণ বার্তা
সুকর্ম বিনে মঙ্গল হয় না
মন বিনে ভালোবাসা রয়না
দূর হোক! দূর হোক! সকল অশুভ— এই বলে যত হোক বায়না।।


ফসলের মাঠে বীজ রেখে ঘরে ফিরে না কৃষক
মমতায়-শ্রমে গড়ে তোলে শ্যসের অতুল সমাহার
ঘরে আনে নিজের আহার,
দেশ ও জনতার!
কর্মের গুনে সকল অমঙ্গল দূর হোক
ঢেউয়ে ঢেউয়ে বেজে উঠুক সত্যের গান
মানুষের হৃদয়ে বাড়ুক মানুষের মান
মাটি ফুড়েঁ জেগে উঠুক সবুজ প্রাণ অফুরান!