গত বছরের কষ্ট বুকে চেপে
এবছর আরো দুই বিঘে জমি বর্গা নিয়ে
বুনে বোরো আর ইরি ভেবেছি যে,  
খুকিকে এবার ঈদে, লাল জামা দিব কিনে
সাথে আলতা-চুরি আর হলদে ফিতে!
খুকি আমার এবার আলতা পায়ে ঘুরবে সারা পাড়া জুড়ে!


বউ বলেছিল গতবারে, শরবতের এক সেট গ্লাস কিনতে
ভেবেছি কত বছর ঈদে, একটাও নতুন শাড়ী দিচ্ছি না তো ওকে ।
এবার এবার হবে স্বপন পূরণ, এই ভেবে
কচি ধান চারার সবুজ ক্ষেতে কত নীড়ানি দিয়েছি ঘেমে ঘেমে!
ধান গাছ আর সোনার স্বপন হেসে হেসে যাচ্ছিল পোয়াতি ঘরে
এমনের ক্ষণে কোথ থেকে জলের লহরা এসে
ধুয়ে মুছে স্বপন তো গেলো নিয়ে………
” কেউ বলতে কি পাড়েন— আমাগো এমন ঘরে ঈদ কেন আসে?!’’