হায় জীবন! ফুল বড় স্বাদরে স্বপন মধুময় কালরে সমীকরণ সহজ সরল অনন্ত পথের
ভাঙ্গা গড়ার বাসনা যত শূন্য— বিলাসের ঘরে তা পদ্মার ঢেউ আবার কখনো সবুজ ঘাসরে জামিনের কোল  
হায় জীবন! আমি কি হাঁটতে পারি? পাখিরা যেমন উড়ে অথবা যেমন নদীস্রোত।


সোনালি স্বপনে সাজানো সব তবুও সংশয়ের শকট ভয়হীন ঘুরে ফিরে গায় নিয়তির গান
কোথা থেকে আসে সব কোথায় আবার ফিরে— এই ভেবে ফুরায়; বলো অভাবী স্বাভাব!