পুঁজিবাদ দোররার আঘাতে বসে পড়ল বৃদ্ধ
সুরুজ আলীর ছেলের চোখেও নেই ঘুম
কিস্তির টাকার চিন্তায় বউয়ের সোহাগেও পায় না ওম।
প্রতিবাদী চোখগুলো বৃক্ষের মতোন
বন্ধ্যা কণ্ঠস্বর ।
মস্তিষ্কের জ্ঞানানু পায় না সময়ের জঠর
নিষ্ফলা রজেঃ যাচ্ছে ঝরে
তাই প্রতিবাদ প্রতিরোধ— শব্দগুলো অশ্লীল-সন্ত্রাস!


দারুণ অকাল! খোজা সব জ্ঞানী, তাই জারজ নেতৃত্বে—
ইতিহাস লিখছে অন্ধকারের গান।