রাতের মায়া গোপন ছায়া ঘোমটা পরা বউ
রূপের খেলা জোছনা বেলা দিঘীর জলে মনের ঘরে কেউ
সুখবাদলে মনবাগানে সুরের নানান ঢেউ।
হয়তো গানে হিজল বন রূপ আহারে বন পাহাড়ে খেলে
মায়ায় ভরা ছায়ায় মাখা বাঁশের ঝাড় কাশের বন দোলে
আদম হাওয়া পিরিত করে সুখের নীড়ে জোছনা চুয়ে পড়ে!