মেঘের দিনে মেঘের সাথে মেঘের রঙে ছেড়েছি ঘর
আমি তো চাই মেঘের মেয়ে জলের রূপে নাচুক সুখে
বাধুক বাসা আমার গাঁয়ে ভাসুক সুখে সুখ প্রহর
ঘাসের ডগা লজ্জা লতা বনের বুকে পথের ধারে
জাগুক রূপে হাসুক শোভা মনে আমার।
আমি তো চাই সন্ধ্যা বেলা ঝিঁঝির গানে গাঁয়ের পথে
আসুক নেমে বৃষ্টি জলে মেঘের মেয়ে
রাতের বুকে কদম খোঁপা খুলুক প্রেম লাজুক হেসে
ছন্দ সুরে মনের বউ বাউল হয়ে খুলুক ভাঁজ
দুঃখের পানি নয়ন খুলে যাক হারিয়ে দূরের বনে
বৃষ্টি মেয়ে হৃদয় খুলে নাচুক আজ।