খুঁজতে খুঁজতে যত পথ ফেলে এলাম আমার জীবনের
জোনাকি জোনাকি জোনাকির আলোর মতোন ওঠে জ্বলে
পথ রয়েছে পরে পথের বুকে চলছি যাত্রী আমি অসীমের
জীবনতরী জড়ায়ে সুখ দুঃখ চলছে সময়ের স্রোতে
হঠাৎ কে তুমি ডাকো অতীতের মতোন আবার জোনাকির আলো হবে বলে
যদি চাও না বলার সাধ্য নেই তো আমার
হৃদয়ও মাটির মতো সয়ে যায় সবই নিরবে
শুধু দিন দুই পর, আজকের ভালোবাসার নাম হবে অনাচার!
কাল খায় কালের কসম হৃদয় ভাঙে হৃদয়
সুখের আশায় সুখ ছাড়ি সুজনের জন্য পর করি অতীত সুজন
হয় আমি দোষী নয় তুমি— ভাবার বিষয়!