ভাল; বেশ ভালো— এই বলে যদি দায় সারা যায়
তবে শুনুন হে ভাই সকল এ বেলা আমারও কোনো দোষ নেই
হত্যার নতুন নাম ’’মৃত্যুর কারণ অজ্ঞাত”— মাঠের ধান শালিক খেয়েছে তাতে রাজার কি আসে যায়!
জল আর মূত্র কি আর সে ভিন্ন? হোক না তা—
জলে সুদ্ধি জল হলেই তো হল!
কেন এত মত— বোয়াল মাছের ঝোল খেয়েছে হে, নেই কি তা মনে! এ সত্য সর্বত্র
বর্গী অবিকল— এ কথা যে যাবে ভুলে তার জন্যে রয়েছে শিকল!