কতদিন দেখিনা শাপলার ঝিল,
শরতের শিশির ভাঙি না দুপায়ে।
দিগন্তের কোলের বাঁশঝাড় ফেলে
নীল আকাশের নিচে ধান গাছের নাচন— গল্প হয়ে ডাকছে সারাক্ষণ।
শটিবন আর জল নেমে যাওয়া খাল বিকেলের কিশোর রাখাল
মিতালির সুরে গান করে স্মৃতির শ্রবণ জুড়ে  
হঠাৎ অবকাশ এলে নাইওরির বেশে ফিরি যখন শৈশবের কাশবনে
তখন নরম হয়ে আসে বিকেলের হাওয়া, পাখি ফিরে নীড়ে
মন চায় এ শহর ছেড়ে লালশাকের ক্ষেত
পাশে যার সুপারির বিন্যস্ত বাগান
আঁধার নেমে এলে যেখানে মেটেপোকা গান ধরে  
ছমছম ভয়ের সেই ক্ষণে ছইলার ডালে জোনাকি পোকা জ্বলে আর নেভে
মন চায় রাখি পা আমর সঙ্গীতের সেই গাঁয়ে!