ভোরের আলোয় দুনয়ন খুলে দেখি তো তোমার মুখ
মুখ তো নয় এ আমার স্বপন সুখ!
সুখের ঘরে তোমার হাসি হৃদয়ে আমার দোল
তোমার মুখে আমার প্রথম ভালোবাসার বোল
তুমি হৃদয় তুমি ফাগুন তুমি জীবনের মায়া
আঁধার ঘরের আলো তুমি মন সংসারের কায়া
তোমাকে ছাড়া দিন যে আমার স্বপন হারা রাজ্য
তোমার বুকে মুখ গুঁজেই নেই হৃদয় খোঁজার কার্য
এমন যদি না হয় স্বপন আমার কুলের বরন জলে
আমি তবে বাঁচতে পারি কি সবুজ হয়ে?
আমার বাঁচায় তোমার আশার যাদু দিন বদলের সংগ্রামী গান
হারানো দিনের পুরনো গানেরশক্তি এলো জীবন পেল নতুন প্রাণ!