আকাশের নীলে জল রঙ খেলে
বল, ভালবাস কারে?
           কেমন করে?
                      কোথায়?
সমুদ্র তীরের সহস্র জল কণার কামে
ফেনা জমে—
           কি সুখে?
              কি আদরে?
                     ভাবায়!
নিশি হয়ে রাত ঘুমায় ভোরের কালে
সুপ্তরা জেগে ওঠে, নতুন আলোয় ভুবন ভরে।
ভেবনা তুমি নিভে গেলে শেষ হবে আলো
প্রকৃতিই ভাল জানে নিত্য নব আনে আরো ভাল।