অচেনা শহর......লক্ষহীণ ভাবে,অজানা পথ ঘাট ধরে চলা-                অবিরত গতি আমার,র্নিদ্বিধায় এগিয়ে যাচ্ছে......যেনো দাড়ি,কমা,কে উপেক্ষা করে।           শুনশান,ফাঁকা বাইপাস,,একাকী মিটি মিটি হাসছে।।                       জোঁত্‍স্না মাখা রাতের অন্ধকারে,আমি যেনো ছায়া মানবী।    তবু আমার চলায়, কোনো বিরতি নেই।।                     হঠাত্‍ই আমার সামনে দাড়িয়েছে,,বাঁধা হয়ে, কিছু একটা-             মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা,ব্যার্থ হচ্ছে বার বার।                     যতই চেষ্টা করছি, ততই জড়িয়ে যাচ্ছি.....এক মোহময় জালে।।                                       এ....এ যে আমার আত্মা....হ্যাঁ আত্মা।                 আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইছে যে, আমার শব দেহকে।।                             নিষ্পলক চোখের চাওনিতে ধরা পড়ছে, ক্রমশ ; মৃর্ছিত মন।                                     আর ঠিক তখনই, বেজে উঠল......দেওয়াল ঘড়িটিতে, আমার স্বপ্ন ভাঙার শব্দ।।