নতুন করে কিছু পাওয়ার আশা,      সম্পূর্ণ অজ্ঞাত নীলিমায় নিজেকে,নতুন করে জানার অদম্য ইচ্ছা,,             চেনা সমুদ্র থেকে নিজেকে,অচেনা করার চেষ্টা,,              আমাকে ফেলে আসতে বাধ্য করেছিলো,চিরোচেনা নীলকে।।                              যেখানে আজও আছে.......   আমার ছোট্ট একটা অতীত,             আঁধপোড়া সিগারেটের মতো।         জরিয়ে রয়েছে ছোট বড়  কত স্মৃতি........                 মাকড়সার জালের ন্যায়।                                 কিন্তু,অজ্ঞাত নীলিমায় আজ আমি একা হয়ে পড়েছি,,                         একাকীত্ব আমায় প্রতিমূর্হূতে ,গোগ্রাসে গিলতে চাইছে।           হারিয়ে ফেলেছি অচেনার ভিড়ে,,চেনা নিজেকে।                         এখন মাঝে মাঝে মনে হয়,     ফিরে যাই সেই-                            ফেলে আসা নীলে......নিজের আর্দ্র অস্তীত্বের খোঁজে।।