ঈদের দিনে খিদের জ্বালা
খাবার নিয়ে আবার ম্যালা
আবার হরেক রাক্ষসেরা
বেজায় আত্মহারা!


দিন-মজুরের মাথাতে হাত
কাজের খোঁজে দিনাতিপাত
করাঘাতে কপাল চাপড়ায়
চলে যারে রোজা!


স্বল্প আয়ের মানুষ যবে
ঈদ উপহার কেমনে হবে
তার দিকে যে আটকে আছে
দশটি শিশুর চোখ!


তিন বেলা যার নুনাহারে
বাজার ফিরে কয় আহারে
বউয়ের সাথে ঝগড়া করে
দিনটা দেখছ না তো!


ফকির আঁটে ক্ষোভ যে ঘটে
পাষাণ ব্যাটা কিপটে বটে
কিন্তু ব্যাটার পকেট ফাঁকা
কে তা জানতে চায়!


যাতায়াতের যাত্রী ক্ষেপে
পকেট তো আর নেই রে ফেঁপে
কেমন করে পকেট কাটে
সিন্ডিকেটের হোতা!