ধর্মঘট ধর্মঘট ধর্মঘট
এটা আবার কি ঘট রে বাবা,
খায় না মাথায় দেয় বুঝি না।
ঘট তো অনেক রকম আছে-
পূজার ঘট, পিতলের ঘট,
কাঁসার ঘট, স্টিলের ঘট,
মাটির ঘট, গুড়ের ঘট,
আচারের ঘট, রসের ঘট,
জলের ঘট, ঘট আর ঘট।
ধর্মঘট কথাটা শুনে মনে হয়
কোন ধর্মের নামের ঘট বোধহয়
কিন্তু না এ এক অন্য ধরনের ঘট।
এ হল রাজনীতির ডাকা ঘট
নেতাদের দ্বারা ঘটিত অবরোধ
নিজেদের চাওয়া-পাওয়ার দাবিতে।
যাতে অসুবিধায় পড়েন-
ছাত্র-ছাত্রী, চাকুরীজীবী
সাধারণ খেয়ে খাওয়া মানুষ জন।
অবরোধের নামে চলে দিকে দিকে
মারপিট, হানা-হানি, এককথায়
ধর্মঘট নয় যুদ্ধ বলা যায়।



রচনা কালঃ ৩০/০৪/২০১৫