‘দরিদ্রতা- দরিদ্রতা- দরিদ্রতা।’
এমন শ্লোগান শোনা যায় কি ?
যায় না বোধহয় কখনই
শুধু শোনা যায় ভোট- ভোট,
মূল্যবৃদ্ধি, উন্নয়ন আরো কত কি।
স্বাধীনতার এতগুলো বছর পরেও
কতটা পেলাম স্বাধীনতা?
লড়াই করে সংগ্রামীরা
আনল স্বাধীনতা, আর
প্রাণ দিল ভারতবাসীরা।
তবু চারিদিকে ছড়ানো আছে
কালের শোষকের দল-বল
বেড়ে চলেছে প্রতিনিয়ত দরিদ্রতা
আর বেকারত্বের জ্বালা।
এখন চারিদিকে দেখা যায়
অনাদর- অনাহার- অপুষ্টি
শোষকের গায়ে এখনও দিচ্ছি
গণতন্ত্রের নামাবলী।
বদলেছে অনেক সরকার
আজও বলি গরীব মানুষেরা
দরিদ্রতা ও শোষণ বঞ্চনার অন্তঃসার।
কেউ ভরে চলেছে পকেট আর
কারও বাড়ছে দরিদ্রতার অভিজ্ঞতা।
চারিদিকে এত উন্নয়নের পরেও
কেন ? কেন এত –‘দরিদ্রতা’?



রচনাকালঃ ১৩/০৩/২০১৫