আয় বর্ষা আয় না
     ধরিস কেন বায়না?
গরম যে আর সয় না
     নিনোর সব ছলনা।


সময় মত এলে যে
     ফলবে সোনার ফসল,
খাল-বিল সব না শুকিয়ে
     বাড়বে মাছের ফলন।


ঝর ঝর ঝর আওয়াজ করে
     পড়বে যখন ধরায়,
মনে হবে নূপুর পায়ে
      বর্ষারাণী হেঁটে যায়।


বর্ষা গায়ে মেখে ধরা
      ছড়াবে সোঁদা গন্ধ,
সেই গন্ধে মাতাল হতে
      লাগেনা মোটেই মন্দ।


আয়রে নিনো আয় না
      মুখ ঘুরিয়ে থাকিস না
গরম হাওয়া নরম করে
       সকলকে ভিজিয়ে দে না।


রচনাকালঃ ০২/০৭/২০১৫