আমি নাকি ভারি পেটুক
           সকলেই যে  বলে
লোভের জন্য খাবার-দাবার
            চুরি করাও চলে।
মায়ের হাতের তালের বড়া
            ভীষণ মিষ্টি লাগে
পিঠে-পায়েস, লুচি-তরকারী
             সঙ্গে খিচুড়ীও আছে।
এসব মা বানিয়েছেন
             ননী- গোপালের জন্যে
জিভের জল ঝরছে অঝর
             ঘুরছি হয়ে হন্যে।
সকাল থেকেই গন্ধে গন্ধে
              ঘর-বাড়ি করছে ম-ম
আর সেই গন্ধে পেটের খিদে
               বাড়ছে চড় চড়।
শেষ পর্যন্ত সু্যোগ বুঝে
              তোমার পথটায় ধরি
তোমাকে উৎসর্গ করার আগেই
              করে ফেললাম চুরি।
গোপাল ঠাকুর রাগ কোরোনা
              আমিও বড্ড পেটুক
তুমিও করতে ননী চুরি
              তাই পাপ ক্ষমা করুন।


রচনা কালঃ ১৬/০৮/২০১৫