১-
ফুল ফোটে বনে
          আর ফোটে মনে,
বনের ফুল দেখা গেলেও
           মনের ফুল থাকে অগোচরে।


২-
বসন্তের পলাশ শিমুলে
                সেজে উঠেছে বন,
ফাগুনের হাওয়ায় হাওয়ায়
                 দোলে শুধু মন।


৩-
বাগান ভরেছে ফুলে ফুলে
               প্রজাপতিরা এসে বসেছে
ফুল প্রজাপতির রঙের ভেলায়
               মনটি আমার ভেসেছে।



রচনা কালঃ ১১/০৩/১৫