ধিতাং ধিতাং বোলা
          মাদলে তাল তুলে
সোনাই নাচে গানের তালে
          কোমর দুলে দুলে।


একতারাটি হাতে নিয়ে
          কপালে তিলক কেটে
'বাদল বাউল' গানের সাথে
          নাচে বাউল সেজে।


নাচের তাল ছন্দ মুদ্রা
          সবই ধরে তাড়াতাড়ি
দোষ একটাই নাচের সময়
          মুখের হাসি যায় উড়ি।


এত বোঝাই না হাসলে
          নাচ দেখতে লাগে না ভালো
স্টেজে উঠে সুন্দর নেচেও
          মুখ করে যে কালো।



রচনাকালঃ ১৯/০৯/২০১৫