জন্ম মানে অনন্দের মুহুর্ত
মৃত্যু মানেই দুঃখজনক ঘটনা ।
জন্মের পরে বাজে শাখ ও উলু ধ্বনি,
মৃত্যুর পর বাজে ঢাক ঢোল
আর পড়ে হরির ধ্বনি।
জন্মের পরে সকলের মুখে ফোঁটে হাসি
মৃত্যুতে শোকাচ্ছন্ন প্রিয়জনের কাতর কান্না।
জন্মে সাজানো হয় কত সুখ আশা
মৃত্যুতে সাজানো হয় কাঠের চিতা।
জন্মে গড়ে তোলে ভবিষ্যতের স্বপ্ন
মৃত্যুতে ভেঙে যায় সেই স্বপ্নের পাহাড়।
জন্ম-মৃত্যুর মধ্যে ফারাক শুধু একটাই
আসা-যাওয়ার, আর দুয়ারও একটাই।
সেই দুয়ার দিয়েই বিধাতা পাঠান
আবার সেই দুয়ার দিয়েই তুলে নেন।
এটাও তো ঠিক জন্ম না হলে মৃত্যু নেই
তাই সুখ- দুঃখ যাই হোক না কেন
জন্ম- মৃত্যু শুধুই বিধাতার খেলা।



রচনাকালঃ ১৪/০৪/২০১৫