সহজ কথা সহজ করে
বোঝানো যায় সহজেই
যদি মনে না থাকে কোন প্যাঁচ।
মনে যদি কঠিনের শিরা-উপশিরা
গজিয়ে উঠতেই থাকে, তবে
সে ফন্দি করে সহজকে
কঠিন করে তুলবেই নিজের স্বার্থে।
আর যে সহজ সরল সে প্রতি
পদে পদে বাধার সম্মুখীন হয়ে
সকলের কাছেই শুধু অসম্মানিত হবে।
তবে সেটা ক্ষনিকের হবেই, কারণ
সত্যের জয় সর্বদা।



রচনাকালঃ ২০/০২/২০১৬