বসন্তে ফুল গাঁথল
আমার জয়ের মালা
রইল প্রাণে দখিন হাওয়া-আ
আগুন জ্বালা-আ-আ
বসন্তে ফুল গাঁথলো।
আরে বুঝলে না
কেন এ গান বাজে মনে
ওরে বসন্ত এসে গেছে
গাছে গাছে পলাশ ফুটেছে
তাই মনে দোলা লেগেছে।
পলাশ শিমুলের আগুন
রঙে রঙে ভরেছে চারিধার
ফাগুনের হাওয়ায় হাওয়ায়
দোলা খায় সর্বক্ষন।
আম্রমুকুলে মৌমাছি সব
করে চলেছে ভন ভন
কোকিল পাখি গাছে গাছে
কুহু কুহু গায় গান।


ওরে বসন্ত এসে গেছে।



রচনা কালঃ ১৮/০২/২০১৬