তোমাকেই ভালোবাসি
এ-কথাটি মুখে বারে বারে বলে
তোমার কাছে ভালোবাসার কদর
অনেকখানি গেছে কমে।
ভালোবাসাহীনে হাহাকার করে বুক
চাই স্ফুলিঙ্গের পরশ
তীব্র কামনার আদিম উদ্দামতা।
যাকে ভালোবেসে সমর্পন করি
আমার কোমল সৌন্দর্য।
তোমার বুকে মাথা রেখে
পরম শান্তির পরশ পেতাম
প্রিয়, আমি ‘তোমাকেই ভালোবাসি’।


আগে ভালোবেসে আলিঙ্গন করে
ওষ্ঠ চুম্বনে আদরে সোহাগে
ভরিয়ে দিতে আমার মন প্রাণ।
আজ সেসব স্বপ্ন মনে হয়
ভালোবাসার জন্য সব পারি
কেঁদে কেঁদে বেড়ায় নিঃশ্বব্দে
সেই ভালোবাসা পাবার আশায়।
ভালোবাসার মানুষ সামনে থেকেও
ভালোবাসা হাতড়ে বেড়ায় যেন-
কোন অন্ধকারের অতল গভীরে।
তবু মন বারে বারে বলে ওঠে-
প্রিয়, আমি ‘তোমাকেই ভালোবাসি’।




রচনাকালঃ ১০/০২/২০১৬