বৈশাখ  মানে নতুন বছরের
           প্রথম মাসের নাম
বৈশাখ  মানে ঋতুর প্রথম
           গ্রীষ্ম যার নাম।
বৈশাখ  মানে হাল খাতা মহরৎ
           নতুন খাতা পূজা।
বৈশাখ  মানে লহ্মী-গনেশ পূজা
           আর ভগবতী পূজা,
বৈশাখ  মানে অক্ষয় তৃতীয়ার
           ব্রত উৎযাপন
বৈশাখ  মানে অসম
           বিহু উসব।
বৈশাখ  মানে রবীন্দ্র জয়ন্তী
            উৎসবের সমান
বৈশাখ  মানে কবি রবি ভাব
           মনে সব সময়।
বৈশাখ  মানে পাকা আম কাঠাঁল
           আর ফুটি ফাটা
বৈশাখ  মানে লিচু জাম জামরুল
           পাকা খেজুর আনারস।
বৈশাখ  মানে ফলের রস সাগরে
           পেটকে ভাসিয়ে দেওয়া।
বৈশাখ  মানে প্রখর তেজে
            তপ্ত দুপুর
বৈশাখ  মানে নিকস কালো মেঘ
           কাল- বৈশাখী ঝড়
বৈশাখ  মানে বিয়ের তারিখ
           নতুন জীবন শুরু।



রচনা কালঃ ১৫/০৪/২০১৫