দেখেছ কি তুমি?
এ দেশ, এ ভূমি,
এ আকাশ, এ বাতাস,
এ পথ, এ কোলাহল,
এ রাত, এ দিন,
আজ সর্ব স্বাধীন!


তবে করেছ কি চিন্তন?
পূর্বে কি ছিল এত স্বাধীন?
না, ছিল না, ছিল পরাধীন।


ছিল এই দিকে পার, ঐ দিকে পার
মাঝে বন্ধ পারাপার।
ছিল এ আকাশ, এ বাতাস,
তবু ছিল না মুক্তির দীর্ঘশ্বাস।
ছিল নিজ বাড়ি, নিজ ঘর,
তবু ছিল পরাধীনতার ডর।
ছিল এ পথ, এ কোলাহল
তবু ছিলনা আনন্দ প্রবল।
ছিল এই রাত, এই দিন,
তবু সব ছিলনা এত মুক্ত স্বাধীন।
এভাবেই পরাধীন ছিল এই জাতি।
ধ্বংসের ধরিয়া ছিল হাত,
কিন্তু এই জাতি মানিয়া লয় নাই এই আঘাত।


তবে কারা করিল এত মুক্ত স্বাধীন?
তুমি কি শুনেছ ইঁহাদের কারো নাম?
তিতুমীর, নজরুল, ক্ষুদিরাম,
সুর্য সেন, ভাসানী, ফজলুল হক,
ফকির শাহ, রফিক-শফিক-বরকত।


এ দেশের আরও কত শত বীর,
এ মাটির প্রখ্যাত ধনুক-তীর,
এ মাটির অঙ্গ জুড়ে যাঁদের অবদান অধীর,
তাঁরা সবে আত্মত্যাগ করি,
অকূল সাগরে ভাসায় দিয়াছে তরী।
মায়ের ভাষা জড়ায়ে রাখিছে ধরি,
ধরিয়া রাখিছে মায়ের ভূমি,
তাই এত স্বাধীন আজ আমি আর তুমি।


কতো শোষিত নিপীড়িত হয়েছে এজাতি,
শত সংগ্রাম শেষে পেয়েছে মুক্তি।


এ জাতির ইতিহাস চির সংগ্রামের ইতিহাস,
এ জাতির ইতিহাস চির বিদ্রোহের ইতিহাস,
এ মাটির ইতিহাস চির মুক্তির ইতিহাস।


তাইতো,
মুক্তি এ মাটির চির সম্পদ।
সংগ্রাম এ জাতির চির শপথ।


©২৯/০৭/২০১৬ ইং©