গাহিয়া স্বার্থের জয়গান,
এ জগতে হায়,
কেউই হয় নাই মহান।


ছিনিয়া লইয়া অভাগার শেষখানি
মাতিয়া উঠিয়া উল্লাসে,
অনেকেই হইয়াছেন ধনী।


অভাগার শেষ খানি
ছিনিয়া লইয়াছে যেবা,
তাহার বিপরীতে আসি,
তাহা উদ্ধার করিয়া দিয়াছে কেবা?


সবে মরে নিজ স্বার্থের পরে
প্রাণ গেলেও
কারো উপকার কেউ নাহি করে।


স্বার্থ, স্বার্থ, স্বার্থ
স্বার্থে ভরা এ ভুবন,
স্বার্থের গান গাহি,
অক্কা পাইয়াছে বহু কুজন।


জগৎ জন্ম ভুল হইয়াছে তাহার,
যে গড়িয়া তুলিছে নিজ স্বার্থের  পাহাড়।


না থাকিলে স্বার্থ হীনতা,
জগৎ বাসে অক্ষম হইত মানব জনতা।
নিজ স্বার্থ ত্যাগ করিয়াছেন যাঁরা,
আপন জীবনে সফল হইয়াছেন তাঁরা।


জগৎ সুন্দর করিতে,
অনেকেই উৎসর্গ করিছে নিজ প্রাণ,
জগতে সর্বক্ষণে,
গাওয়া হইতেছে তাঁহাদেরি গান।


দেশের লাগিয়া, দশের লাগিয়া,
নিজ প্রাণ যে করিছে দান,
স্বার্থক জন্ম তাঁহার অনন্ত মহান।
তাঁরাইত জ্ঞানী গুণী, বিজ্ঞ, মহাপ্রাণ,
যাঁদের ত্যাগে এ জগৎ আজ মহীয়ান।


অতঃপর,
যে গাহিবে স্বার্থের জয়,
তাহার সঙ্গ ত্যাগ করিয়া
দূর কর ভয়।


©২১/০৬/২০১৬ ইং©