জীবনের যাপিত সব ক্ষণ
উড়ে যায় ছাই হয়ে-
বিড়ির ধোঁয়ার মতন।
মুছে যায় একে একে
জ্বলে থাকা বাতি সব।
তবু রয়ে যায় অনেক বাকি।


তুমি বা হয়তো ঘুমিয়ে যাও-
রাগে, ক্ষোভে কিংবা লজ্জ্বায়;
আমি তবু যেন-
ল্যাম্বপোস্ট হয়ে জেগে থাকি
তোমার অস্থিমজ্জায়।