আ লো সুন্দরী! এখনও তোর শৃঙ্গার হলো না!
মুখের ওপর রঙীন মুখোশ -
মুখোশ ঢাকা মনের ছবি।


মুখোশ পরা ঘর সংসার, ভেতর থেকে বাইরে;
খুলছে, পড়ছে রঙীন মুখোশ
আর তার আবডালে জেগে উঠছে-
একটা মিথ্যে মানুষ।


নাটক শেষে যবনিকা-
যবনিকার পিছনে দাঁড়িয়ে আসল মানুষ।


যখন আলো আসবে,
আলো যখন আসবে—


তখন মুখ না,
মুখোশের ওপর করবে তোমার রূপচর্চা-
আ লো সুন্দরী! এখনও তোর শৃঙ্গার হলো না।