আর একবার মরতে চাই তোর বুকে মাথা রেখে
আমার হৃৎস্পন্দন স্তব্ধ হোক তোর হৃৎস্পন্দনে মিশে
আমার সব অনুভূতি মিশে যাক তোর আবেগের সাথে
আমার সব স্বপ্নগুলো কাজল হয়ে থাক তোর হরিণ চোখে
আমার শেষ হাসিটুকু লেগে থাক তোর অস্তরাগ ঠোঁটে-
আমার তুলসী ঢাকা চোখ আজও তোকে তেমনি করে খোঁজে
আমার গলার মালাতে এখনও তোর গায়ের পদ্মফুল ঘ্রান-
এভাবে যেন মিশে থাকি তোর নিঃশ্বাস প্রশ্বাসে
রোজ গভীর রাতে উঁকি দেবো তোর স্বপ্নে এসে
তোর না পাওয়া ইচ্ছে গুলো সাজিয়ে দেব প্রজাপতি কোরে-
ফুল হয়ে ফুটে থাকবো তোর মনের বাগানে
গোধূলীর আলোয় যখন ঘরে ফিরবে পাখির ঝাঁক-
এক ফোঁটা অশ্রু হয়ে ঝরে পড়বো তোর চোখ থেকে
থাকবো স্মৃতির দাগ হয়ে তোর পায়ের কাছে-
আমার সব স্বপ্ন আশা আর ভালোবাসা নিঙড়ে দেবো তোর কোলে,
তোর ঘরে পূর্ণ হোক সোনালী আলো
অন্ধকার যতো থাক আমার কাছে-
পূর্ণিমা রাতে যখন তুই বসবি খোলা ছাদে
জোৎস্নার আলো হয়ে খেলবো তোর খোলা চুলে-
যেদিন তুই হাসিমুখে মিশে যাবি ভীড়ে
এক টুকরো কল্পনা হয়ে শুধু থেকে যাবো মনের গভীরে।