নিয়নের নীলচে আলোয়,
নীল স্বপ্নের বুনোট জাল-
আমার ভবিষ্যৎ লিখবে কে?
আমি না মহাকাল!


আমার মাতৃভূমির প্রান্তিক সীমানায়,
গোধূলি আজ ধূসর, বুলেটের ধোঁয়ায়-
চাপ চাপ রক্তের ছোপ-
অস্তমিত সূর্যের ঘামে ভেজা মুখে।
ত্রস্ত জনতার ভবিষ্যৎ লিখবে কে?
ঠুঁটো গণতন্ত্র না দিক চক্রবাল!


শরৎ শেষের ভোর, ম্লান হয় আগুন বৃষ্টিতে
তৃষ্ণার্ত ঘাস ফুল ছটফট করে মরে
রাতের বিষাক্ত শিশির বুকে চেপে।
শুকনো দীঘির পারে বোসে আহত বক-
শ্বেত প্রাসাদে-
রাজার ছদ্মবেশে শঠ তঞ্চকের জল্পনা-
এ পোড়া দেশের ভবিষ্যৎ লিখবে কে?
মতিভ্রষ্ট প্রতারকের সুচারু পরিকল্পনা!