মনের ভেতর থেকে অন্য এক মনের অনুভূতি
অন্য এক আস্বাদন, অনাবিল অন্তমুখী এক মুখ;
নিবিড় আঁধারে নিতে চায়, স্পর্শকাতর কান্না
কান্নাভেজা অন্তরাল, অন্তরালে রক্তস্রোতে শঙ্খধ্বনি।
তোমার বুকে হাত রাখি একবার? খুলে রাখি রাজবস্ত্র আজ!
জীবনটার শুরু কোথায়? মানসপটে নিঃস্বরিত তরল
কিছু তো তরল, আঁকিবুকি কেটে চলে অনন্তকাল
ধমনীথেকে শিরা, শুধু বয়ে চলা প্লাবনের টানে
এ এক অন্যরকম আস্বাদন, অনাবিল অন্তমুখী এক সুখ!!



সৃষ্টির অসীম বাসনা
মাতৃজঠরে প্রাণের ধুকপুক আশ্বাস
হিংস্র শার্দুলের নির্মম পাহারা
তবুও মনের কিনারে পূর্ণ বিশ্বাস
অস্তিত্বের লড়াই বড়ো কঠোর
মমতা বারবার ঠোকর খায় পারিপার্শ্বিকতায়
ভাষাহীন চোখ খুঁজে বেড়ায় সেই হাত
পিতৃস্নেহে সিঞ্চিত একমুঠো গরম ভাত!!