হেমন্তের হাওয়ায় ঝরাপাতা আর
হৃৎপিন্ডে ঢেউ ভাঙার গান-
কুয়াশা ঢাকা ভোরের আকাশ
শিশির ভেজা অচেনা মুখ দেখে,
স্নায়বিক জলতরঙ্গ
নাভির অতলে
মন্ত্রমুগ্ধ বেঠেফেন যেন-
স্রোত বেয়ে উঠে আসে
মোহনার মুখে...
আবহমান কালের নিয়ম।