একমুঠো গাঢ় নীল আকাশ
গড়িয়ে নেমেছে তোমার গলার পাশ থেকে
নেমে এসেছে আরো গভীরে
যেখানে সঙ্গোপনে বড়ো হচ্ছে
একজোড়া প্রতিশ্রুতি
একফালি আঁচল দিয়ে  ঢেকে  


একমুঠো স্বপ্ন সুঠাম  সুনিবিড়
ঘুম ভেঙে চুঁইয়ে পড়ে মনের চোরা গলিতে
অবচেতন থেকে অচেতন
চেতনার আরো অতলে
ভেদনশীল সম্পর্কের বেড়াজালে
দারুণ অসময় ফিরে আসে
তোমার সদ্য বেড়ে ওঠা অপক্য কলি
তোমার প্রতিটি ভোর যেন সুকুমারী রাতের প্রসব
কোন এক উন্মত্ত প্রলয় এসে
ভাঙা ঘরে নির্বাপিত প্রদীপ
পরিকল্পিত আলিঙ্গনে নাক্ষত্রিক শক্তির
অযাচিত সুচারু হসতান্তরণ
নিপিড়ীত সুকোমল মনে
একান্তে ঢেউ ভাঙে তরল জীবন
ছোট্ট জানালার গরাদে নাক ঠেকিয়ে
প্রতীক্ষার প্রাচীরে জমে ওঠে সবুজ শ্যাওলা


একমুঠো ভালোবাসা হঠাৎ হিমায়িত কুয়াশা
নিকষ অন্ধকার থেকে হ্যারিকেনের আলো
মিটিমিটি তারা আর জোনাকীর পটভূমি
আপস করে কাঁধে নেওয়া
নিদ্রাহীন রাত
লৌকিক সত্যের বিদ্রুপে ফিরে ফিরে আসে
নির্জন বিজনে দারুণ অসময়
একান্ত অসহিষ্ণুতা তোমাকে ঘিরে
কনুই ছুঁয়ে সানন্দ জোছনায় হাত ধরে
হেঁটে যেতে পারি না সেই খেয়াকাঠির উৎসবে
শিউলির মৌতাতে মিলনের শর্তহীন আত্মসমর্পণ
সব ছেড়ে উদাসী বাউল তোর চঞ্চল  আহ্বানে
খানিক স্তব্ধ হয়ে রই মুগ্ধতার অবকাশে
সাদা ক্যানভাসে তুলির আঁচড়ে ফুটে ওঠা
নিষ্পাপ প্রেম
তাও যেন আপেক্ষিক আপাদমস্তক
জলছবির পুনর্গঠন।