নাড়ী ছেঁড়ার যন্ত্রনা!
তোমার থেকে ভালো আর কে জানে মা!
ন'মাস ধরে লুকিয়ে ছিলাম তোমার মনে আলো হয়ে
তখন কি আর জানি আমি বাইরে এতো অন্ধকার-
তরল সুখ গুলো সব রাতচরা পাখি হয়ে ঘোরে
রক্তমেদুর নেশাতুর নিশীথ রাতে বিষাক্ত কামনার শিকারে;
সর্পিল কামনার আগুনে ঝলসে নিতে চায়-
নিষ্পাপ শৈশব থেকে যৌবনের ক্রিয়াশীল মাদকতা,
যেদিন প্রথমবার কেঁদেছিলাম তোমার মুখে হাসি ফোটাতে
তখন কি আর জানি আমি কোন বেদনা লুকিয়ে ওই হাসির ভেতর!
আমি তো একটু ভালোবাসা চেয়েছিলাম মা
জীবনের বোঝা যে এতো ভারী হবে সে তো তুমি বলোনি সেদিন-
নারীত্বের সব থেকে বড়ো সম্পদটাকে বলি চড়িয়েও তো
জিততে পারলাম না আমার সামাজিক লড়াই!
লড়তে লড়তে বড়ো ক্লান্ত হয়ে পড়েছি মা
নাড়ী ছেঁড়ার টান টা বড়ো মনে পড়ে  আজ-
আর একবার থাকতে দেবে তোমার সেই বৃষ্টিধোয়া
আলোকদ্যুতির দেশে, মনের একান্ত গভীরে মা!
এবার কিন্তু ন'মাস না, মিলিয়ে যেতে দাও চিরতরে
নির্জাতিত নিঃসারিত নির্বাপিত এই জীবনটাকে
আর একবার তোমার অমৃতসুধাতে অভিষেক করে নি
নাড়ী ছেঁড়ার টান!
আজ আমার থেকে ভালো আর কে জানে মা!