তোমায় ছেড়ে নষ্ট হবার পণ করেছিলুম, প্রিয়তমা
তুমি আমার
নষ্ট হবার সবটুকু সাধ
আঁচল ঝেড়ে দিয়েছিলে।


আত্মশ্লাঘা, উন্মাদনা, প্রতিহিংসার প্ররোচনা
হাড়, মাংস, মজ্জায় ছড়িয়ে ছিল—
শালুক ফুল বুকে নিয়ে লজ্জাহীন ঘুমিয়েছি
একাকী আমি রাতচরা পাখি।


আত্মার আত্মীয় যারা হয়েছিল সুদুর পরিহাসী
প্রখর প্রেমে ছিল তরল পরিযাতনা—
আধপোড়া সিগারেটে এখনো লেগে আছে
তোমার পূর্ণস্বাদ যৌবনের মগ্নতা।


এতদিনে বুঝতে পারি আমায় ঘিরে কি চাও তুমি
সন্ধ্যার আলো আঁধারিতে
মুখে বিচিত্র রঙ আমার —
বিদুষকের চোখের জল নিয়ে,
এবার নষ্ট হতে দাও আমায়।