নির্ভীক ডানা মেলে, সুখী এই ডাঙা ছেড়ে
যাবো না উড়ে আর উন্মুক্ত আকাশে-
অশ্রুত কাহিনী আমার যাবো না রেখে
এই শুকনো বটের পাতা আর কোমল বাতাসে
কামরাঙা আস্বাদনে মুছে যাবে একদিন সব পরিহাস,
স্নিগ্ধ ভোরের মিঠে রৌদ্র স্নাত অশ্বত্থের আশ্বাস
ভুলে যাবে ক্রমাগত আমার অস্তিত্ব সুদূর ভবিষ্যতে
ঝরাপাতার একমুঠো স্বপ্ন সাদা ধুলোর সাথে,
অবিরল ঘাস শুধু থেকে যাবে লাল মাটি কাঁকরের পাশে
প্রশ্বাসের আঘ্রাণ মিলিয়ে যাবে কোনো বিরহী নিঃশ্বাসে-
আমার সব গান আর সুর দেব বিষন্ন চড়ুইয়ের ঝাঁকে
এই পথ এই গলি ছেড়ে আমি মিশে যাবো অতীতের বুকে।