একগুচ্ছ অন্তরিন্দ্রিয়


ভেজা আম্রপালীর শাখে -
উৎপাটক সবুজ চাষের ক্ষেতে,
করঙ্গ হাতে ফুটপাথে -
চিরানন্দ গান


পাহাড়চূড়োয় নির্দলিত প্রাসাদ,
নৈশালোকে ধ্বংসাবশেষ -
জীমূতমন্দ্র মেঘ


ছায়া দীর্ঘায়িত,
প্রেক্ষাপটে সুচারু দৃষ্টিকোণ -
অন্তরগামী ভাটার টানে পাড়ি


বিজন হাওয়ায়
নিস্যন্দি স্রোতস্বিনী,
উল্লসিত সুখে সে নির্ঝর
ছুটছে - হাসছে - ভাসছে


পালতোলা সেই তরী।