ঘন কেশ আলু থালু বেশ
সবুজ চোখের তারা -
ভুরুতে কুঞ্চন রেশ
যেন দিগন্ত বলাকার সাথে
মদির মৌতাতে আমি একগুচ্ছ
অসংগঠিত কবিতা হাতে।



ফিকে ফুটপাতের আলোয়
বাসি দুধের গন্ধ মায়ের বুকে
ঝড়ের দাপটে পাখিরা বেসামাল
গোধূলিতে ঘরে ফেরা দায়
মেয়েটি ভিজে চান ল্যাম্পপোস্টের নীচে
অস্থিসার শিশুটি শুয়ে পাশে
চোখ তুলে দেখা কুহেলিকা
মোহময় আলো পাঁচতলার ফ্ল্যাটে
অযাচিত উষ্ণ শ্বাপদের হাত-
উগ্র চামেলির গন্ধে আবেশ কাটে।



ইকির মিকির অনেক হলো খেলা
এবার এসো নীলচে আলোয় বসি
সাদাকালো অলীক আঁকিবুকি
দেয়া নেয়ার যেন হিসাব কষি
তোমার সাথে আমার স্বপ্ন ঘিরে
হারাই যেন....সময় স্রোতের ভীড়ে।



রঙচটা জলছবি কল্পনার ক্যানভাস
রাতের মজলিসে শিহরণ প্রতিহাস
ধূসর গলিতে যুবতী মেয়ের মাংসের ঘ্রাণ
পান-পেয়ালার তলানীতে নিষ্পেষিত প্রাণ
কালো চশমায় ঢেকে ভুরু কোঁচকায় সভ্যতা
মায়াবী আলোয় পসরা সাজায় নিদারুন নগ্নতা।



রাত বাড়ছে, আমার গায়ে সময়-
ভোরের খবর তোমার স্বপ্ন নিয়ে
ফাটল ঘিরে একগুচ্ছ ঘাস
নদীর বুকে সাগর খোঁজার প্রয়াস
জোৎস্না বৃষ্টি শিউলি পাতার মুখে
মাথার মধ্যে জমাট বাঁধা বরফ।



ঝড়ের সংকেত আমার ধমনীতে
উত্তাপ বেড়ে অগ্নিপিন্ড মগজ
বর্ষকালে রোপিত হয়েছে যে পাপ
একটু একটু করে ব্রহ্মমূলে-
রক্তে তুফান তোলে কালো সাপের বিষ
ধ্বংসের ছাই দিয়ে আজ তাই-
নতুন মূর্তি গড়ার আয়োজন।