ভালোবাসা, অস্তিত্বে মিলেমিশে একাকার।
সম্পর্ক, গুটিয়ে ভাব ধরেছে লাজুক লতার ।
বিশ্বাসে ঘুন ধরেছে, তাই ভাঙ্গনের সুর।
টেনে হিঁচড়ে আর যাবে কত দূর।


ভুলের পাহাড় সুউচ্চ, ভাঙ্গা বড় দায়।
আশার মেঘে মাঝে মাঝেই বৃষ্টি ঝরায়।
অন্তরের অন্তঃক্ষরণে বেঁধেছে ব্যধি।
নয়নে আষাঢ় ঝরে নিরবে নিরবধি।


শরীরীয় আবেদন আজ বড়ই ফিকে।
মেকি আকর্ষণে মোহিত হইনা আর তোমার দিকে।
ধূলায় উড়ে আজ, যত আছে আবেগ।
অদূরেই মিলিয়ে যায়, আমার সব ভাবাবেগ।

নিঃশব্দ আর্তনাদে নয়ন নদী প্রত্যহ প্লাবিত।
বিষাদের বোঝা যদি হয় একটু ধাবিত।
মস্ত হাসি ঠোঁটে নিয়ে বানাই বোকা নিজেকে।
কিছুই হয়নি এমনি ভাবাই হাস্যরসে মাতাই সবাইকে।