দু'জনের মাঝখানে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে একটা দেয়াল।
যে দেয়ালের ভিত্তি অবিশ্বাস দিয়ে আর প্রতিটা গাঁথুনি মৃত ভালোবাসা আর মৃত আবেগের।
সে দেয়ালের বুনট এতটাই শক্ত যে তা ভাঙ্গতে ভালোবাসা শ্রমিকেরা অস্বীকৃতি জানিয়েছে।
দেয়ালটা ভাঙ্গা এক প্রকার অসম্ভব হওয়ায় প্রতিনিয়তই বাড়ছে উচ্চতা আর চাপা পড়েছে সকল অনুভূতিরা।


দেয়ালের দুপাশে কি হচ্ছে, কে কি করছে তা অনুভব করার শক্তিও হারিয়ে ফেলেছে দুজন।
দেয়ালের গায়ে জন্ম নিয়েছে শেওলাসহ বিভিন্ন পরগাছা।
কিছু কিছু পর গাছার আচরণ দেখে মনে হয় এটা তাদের রাজত্ব।
পর গাছার অবাধ বিচরণ হেতু দেয়াল, দেয়ালের দুপাশের আবেগ, অনুভূতি আর ভালোবাসা পুরো সংকটাপন্ন।


পর গাছার দৌরাত্ম্যে দেয়ালের দুপাশ পুরোপুরি পরিত্যক্ত।
দুপাশের বাসিন্দারা নতুন কোন জনসমুদ্রে বেঁধেছে ঘর।
নতুন আশায়, নতুন ভালোবাসায় কিংবা অন্য কোন চাহিদায়।
যাতে বিরাজ করে নতুন প্রাণ সৃষ্টির সুখ‌।